নর্থ বেঙ্গল সুগার মিল
রাজশাহী সুগার মিলের আখ নর্থ বেঙ্গল সুগার মিলে যাওয়ার অভিযোগ
রাজশাহী সুগার মিল এলাকার আখ পাশের নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে নেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, দুটি মিল একসঙ্গে চালু না হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে নিজ এলাকার বাইরে আখ বিক্রি করছেন। এতে রাজশাহী সুগার মিল আখ সংকটে পড়লেও কৃষকদের ভোগান্তি ও অনিশ্চয়তা বাড়ছে।